দর্পণ ডেস্ক : বন্দরনগরী হুদাইদাসহ আরো দুটি বন্দর থেকে কোনো বিলম্ব ছাড়াই যুদ্ধরত দুই পক্ষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

গতকাল (সোমবার) এক বিবৃতিতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ হুদাইদা বন্দর ও শহরে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। গত ডিসেম্বর মাসে সুইডেনের রাজধানী স্টকহোমের কাছে রিম্বো শহরে ইয়েমেনের দু পক্ষের মধ্যে ওই যুদ্ধবিরতি চুক্তি হয়। দু পক্ষকে তাদের প্রতিশ্রুতির ব্যাপারে সম্মান দেখাতে ও যুদ্ধবিরতি মেনে চলতে নিরাপত্তা পরিষদ জোরালো আহ্বান জানিয়েছে।

এর পাশাপাশি যুদ্ধরত পক্ষগুলোর তৎপরতা ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে তথ্য জানানোর জন্য বিশেষ দূত মার্টিন গ্রিফিতের প্রতিও আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। এর ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে আশা করা হয়।