দর্পণ ডেস্ক : ফ্রান্সের প্যারিসে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৩০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্যারিসের ষেড়শ আহদিসমো এলাকার আট তলাবিশিষ্ট ভবনের সপ্তম ও অষ্টম তলায় আগুন লাগে।

তবে ভবনে কি কারণে আগুন লেগেছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

আগুন নেভাতে দমকল বাহিনীর ২০০ কর্মী কাজ করছেন। দমকল বাহিনীর ৩ জন কর্মীও আগুনে আহত হয়েছেন বলে জানানো হয়েছে।