দর্পণ ডেস্ক : কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। সেই রায়কে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই রায় গণতন্ত্রের জয়। তবে ধর্না তোলা হবে কিনা, সে বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের প্রতিনিধি দল। যদিও সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা সিবিআই কর্মকর্তাদের আটক করে থানায় নিয়ে যান।পরে তাদের ছেড়ে দেওয়া হয়।এরপরেই রাজীব কুমারের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই রাতে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তিনি। সিবিআই কর্মকর্তাদের বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে মামলা হয় সুপ্রিমকোর্টে।
সোমবার শুনানিতে শীর্ষ আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। আজ শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, এখনই রাজীব কুমারকে গ্রেফতার বা তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।তবে কলকাতার পুলিশকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট।
এরপরেই ধর্না মঞ্চ থেকে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, “এই রায় গণতন্ত্রের জয়”।তবে ধর্না তোলা নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দিল্লি থেকে সমান্তরালভাবে এ রাজ্যে সরকার চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এনডিটিভি