দর্পণ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আজিজি দেলশাদ বলেছেন, প্রতিরক্ষা শিল্পে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইরান। তিনি ইরানের চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
দেলশাদ বলেন, নিজস্ব প্রযুক্তির সাহায্যে ড্রোন তৈরির ক্ষেত্রে ইরান বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। ক্ষেপণাস্ত্র তৈরিতেও ইরান অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নানা ধরণের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে।
এ প্রসঙ্গে তিনি ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে এবং সাগর থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছেন।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি প্রতিরক্ষা শিল্প আরও সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ইরানের ন্যায্য অধিকার। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে এটা জরুরি।