দর্পণ ডেস্ক : ভেনিজুয়েলার স্বঘোষিত ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হুয়ান গুয়াইডোকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন স্বীকৃত সরকারের সঙ্গেই কেবল জাতিসংঘ কাজ করবে।
জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা জানান। তিনি বলেন, মানবিক দিকে বিবেচনা করে ভেনিজুয়েলায় জাতিসংঘ তার কার্যক্রম বাড়াতে প্রস্তুত কিন্তু এজন্য দেশটির সরকারের সহযোগিতা ও সম্মতি প্রয়োজন রয়েছে।
গত সপ্তাহে গুয়াইডো জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠান যাতে তিনি তার দেশে জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনার আবেদন জানান। নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণার পর তিনি এই চিঠি পাঠান।
গুয়াইডোর এ পদক্ষেপ দেশটিতে মারাত্মক সংকট তৈরি করেছে। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার পরপরই মার্কিন সরকার তাকে স্বীকৃতি দেয়। তবে রাশিয়া, চীন, ইরান ও তুরস্ক মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।