সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানু। শনিবার সকাল ৮টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে সাভারের আমিনবাজার এলাকায় একটি ট্রাক তাদের মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। সে সময় সামনে থাকা আরও একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়।
দৈনিক আমাদের সময় অনলাইনকে শানারেই দেবী শানু বলেন, ‘জুয়েল শরীফ ভাইয়ের “বড় বাড়ি” নাটকের শুটিংয়ের জন্য আমরা মানিকগঞ্জ যাচ্ছিলাম। খুব সকালে ঘুম থেকে ওঠার কারণে, আমি গাড়ির মধ্যে একটু ঘুমাচ্ছিলাম। মাইক্রোবাসে আমি ও ড্রাইভার ছিলাম। আমিন বাজার আসার পর আচমকা একটি ট্রাক আমাদের গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। ট্রাকটি খালি থাকার কারণে এ যাত্রায় বেঁচে গেছি। তবে বুকে ও পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। খুব ভয়ও পেয়েছি।’
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দুর্ঘটনার পর আরেকটি গাড়িতে করে মানিকগঞ্জে শুটিং উদ্দেশে রওনা হয়েছেন অভিনেত্রী শানু।
উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানু। গত বছর তিনি অভিনয় করেন আবু আকতারুল ইমানের ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে।