দর্পণ ডেস্ক : দীর্ঘ নয় মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে নতুন সরকার গঠন করতে সক্ষম হয়েছে লেবাননের রাজনৈতিক দলগুলো। নয়া সরকারকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেম আজ (শুক্রবার) বলেছেন, লেবাননে নয়া সরকার গঠনের মধ্যদিয়ে সেদেশের সব দল ও গ্রুপের মধ্যে সমঝোতা ও সহমর্মিতার প্রকাশ ঘটেছে। এতে লেবাননি জাতির সদিচ্ছার বহির্প্রকাশ ঘটেছে। লেবাননের নেতারা বিদেশি চাপ উপেক্ষা করে নিজেদের স্বাধীনতা ও ঐক্যকে গুরুত্ব দিয়েছেন বলে তিনি জানান।

কাসেমি বলেন, ইরান সব সময় লেবাননের শান্তি ও নিরাপত্তার পক্ষে এবং এ ক্ষেত্রে ইরানের সমর্থন অব্যাহত থাকবে। গতরাতে লেবাননের বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপের মধ্যে সরকার গঠনের বিষয়ে সমঝোতা হয়েছে।

হিজবুল্লাহ সমর্থিত সুন্নি সংসদ সদস্যদের ভূমিকা কী হবে তা নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছিল তারও অবসান ঘটেছে বলে জানা গেছে। গত বছরের ৬ মে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকেই সরকার গঠন নিয়ে অচলাবস্থা চলছিল।