দর্পণ ডেস্ক : ভেনিজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রচণ্ড বিরোধিতা করেছে কানাডাসহ লাতিন আমেরিকার ১৩টি দেশ। ভেনিজুয়েলায় যখন আমেরিকা সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে তখন লিমা গ্রুপ নামে পরিচিত এসব দেশ ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করল।

লিমা গ্রুপ ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসনের বিরোধিতা করেছে; একইসঙ্গে তারা নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইডোর প্রতি সমর্থন দিয়েছে লিমা গ্রুপ।

পেরুর পররাষ্ট্রমন্ত্রী নেস্তোর পোপোলিজিও গতকাল (মঙ্গলবার) বলেছেন, লিমা গ্রুপের সদস্য ১৪টি দেশ ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা সমর্থন করে না।

২০১৭ সালে কানাডা ও লাতিন আমেরিকার ১৩টি দেশ মিলে লিমা গ্রুপ গঠন করে। এ গ্রুপ ভেনিজুয়েলা সংকটের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালাচ্ছে।