দর্পণ ডেস্ক : আসিয়া বিবির বিদেশে নিরাপদ আশ্রয়ে যেতে আর বাধা রইলো না। পাকিস্তানের সুপ্রিমকোর্ট  ব্লাসফেমির অভিযোগ থেকে মুক্তি পাওয়া আসিয়া বিবির বেকসুর খালাসের রায় বহাল রেখেছেন । গত বছর অক্টোবরে তাকে ধর্মদ্রোহের অভিযোগ থেকে মুক্তি দেন দেশটির সর্বোচ্চ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে তার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখার আপিল করে কয়েকটি কট্টরপন্থী সংগঠন। মঙ্গলবার সেই আপিল খারিজ করে দেন।

এর ফলে পাক প্রধান বিচারপতি আশিফ সইদ খান খোসার বেঞ্চ এদিন পুনর্বিবেচনার আর্জি খারিজ করতে গিয়ে বলেন, শপথ ভঙ্গ করা এবং ভুল তথ্য দেয়ায় অভিযোগকারীদের কারাদণ্ড পর্যন্ত হতে পারতো। কিন্তু মামলাটি সংবেদনশীল, তাই তেমন কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।