দর্পণ ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মিশর সফরে গিয়ে দেশটির মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলের চেয়ে জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির আমলে মিশরে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।
২০১১ সালের গণজাগরণের মুখে পদত্যাগ করতে বাধ্য হন হোসনি মুবারক। এরপর সেখানে প্রথমবারের মতো জনগণের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ইখওয়ানুল মুসলিমিন দেশটির শাসনের দায়িত্ব পায়। কিন্তু জেনারেল সিসি নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমাতচ্যুৎ করে নিজে রাষ্ট্রক্ষমতা দখল করেন।
তিনদিনের সফরে মিশরে গিয়ে ম্যাকরন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় মুবারকের আমলের চেয়ে বর্তমানে কঠোর পরিস্থিতির মুখে রয়েছে মিশরের বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটির লোকজন’। তিনি বলেন, মিশর ছিল আরব বসন্তের কেন্দ্রবিন্দু কিন্তু সেখানে চলছে কঠোর শাসন। মিশরে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। ম্যাকরন বলেন, মিশরে যা চলছে তা সাংঘর্ষিক ও নিজেদের জন্যই ক্ষতিকর।
জেনারেল সিসির সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন (ডানে) ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন
মানবাধিকার সংগঠনগুলোর বিরোধিতা উপেক্ষা করে প্রেসিডেন্ট ম্যাকরন মিশর সফরে করছেন। অনেকে বলছেন, ম্যাকরন নিজেও মিশরের মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রাখছেন কারণ বিরোধীমত দমনে জেনারেল সিসি যে অস্ত্র ব্যবহার করছেন তার বিরাট একটা অংশ ফ্রান্স যোগান দিচ্ছে।