দর্পণ ডেস্ক : এরশাদের রোগমুক্তি কামনায় রোববার সন্ধ্যায় ঢাকার শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত মিলাদ মাহফিলে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘এরশাদের কোনো ক্ষমতার লোভ নেই। উনি ক্ষমতার লোভী হলে ৯৬ সালে বিএনপির দেয়া প্রস্তাব মেনে নিয়ে সরকার গঠন করতে পারতেন। এবারও বিরোধীদলে না গিয়ে সরকারের অংশীদারিত্ব নিতে পারতেন। উনি জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। যাতে সরকারের জনবিরোধী সকল কর্মকাণ্ডের বিরোধিতা করতে পারেন’।

তিনি বলেন, ১৯৯৬ সালে বিএনপি এরশাদকে প্রস্তাব দিয়েছিল সরকার গঠনের। এরশাদের ক্ষমতার লোভ থাকলে বিএনপির প্রস্তাবে রাজি হয়ে প্রধানমন্ত্রী হতে পারতেন।

তিনি বলেন, আজকে এরশাদের জন্য শুধু আমরা নই দলমত নির্বিশেষে এবং মসজিদ-মন্দির-গীর্জায় দোয়া হচ্ছে। এরশাদকে সকল ধর্মের মানুষই ভালবাসে। এরশাদ সকল উপসানালয়ের বিদ্যুৎ পানির বিল মওফুক করেছিলেন। কারণ হিসেবে এরশাদ বলতেন মসজিদ, মন্দির ও গির্জার টাকা দিয়ে রাষ্ট্র চালাবো না। যে মানুষটা ইসলাম ও দ্বীনের পথে জন্য কিছু করার চেষ্টা করেছেন আল্লাহ যেনো তাকে দ্রুত সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে আনেন সে প্রার্থনা করি।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন ভূইয়া, মাইনুদ্দিন চিশতী, ইব্রাহীম খলিল মারুফ, আলমগীর হোসেন মিজানুর রহমান, আজিজ আহমেদ, জাপা নেতা শেখ মাসুক রহমান, সুজদ দে, সারফুদ্দিন আহমেদ শিপু, কাউসার আহমেদ, মাহবুবুর রহমান খসরু প্রমুখ।