দর্পণ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, অন্যের ভূখণ্ড ও সম্পদের প্রতি ইরানের কোনো লোভ নেই, তবে আগ্রাসনের শিকার হওয়ার আশঙ্কা দেখা দিলে আক্রমণাত্মক অবস্থানে যেতে পারে তার দেশ। তিনি আজ (রোববার) প্রতিরক্ষা বিষয়ক এক বৈঠকে এ কথা জানিয়েছেন।
মেজর জেনারেল বাকেরি আরও বলেছেন, ইরান ইসলামি শিক্ষা ও আদর্শের ভিত্তিতে চলে এবং কোনো দেশের ওপর হামলার ইচ্ছা ইরানের নেই। আমাদের সাধারণ নীতি হচ্ছে প্রতিরক্ষামূলক। তবে জাতীয় স্বার্থ ও ঐতিহ্য রক্ষায় প্রয়োজনে কৌশল পরিবর্তন করে আক্রমণাত্মক ভূমিকায় যেতে পারে বলে তিনি জানান।
তিনি বলেন, জাতীয় স্বার্থে আঘাত আসলে সামরিক বাহিনী বসে থাকবে না। কেউ যদি ইরানে আগ্রাসন চালাতে চায় এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থে আঘাত আসে তাহলে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি নানা ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।