দর্পণ ডেস্ক : লেবানন সীমান্তে অবৈধ উপায়ে দেয়াল নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল। দখলদার শক্তি লেবানন ভূখণ্ডে দেয়াল নির্মাণের মাধ্যমে উসকানি দিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, লেবাননের আল-আদিসা উপশহর এবং ইহুদিবাদীদের উপশহর মুসকিফায়াম সংলগ্ন ‘ব্লু লাইনে’র কাছে এই দেয়াল নির্মাণ করা হচ্ছে।
ইসরাইল সীমান্তের যেসব পয়েন্টে দেয়ালের ভিত্তি হিসেবে কংক্রিট বসাচ্ছে সেসব পয়েন্টকে নিজেদের ভূখণ্ড হিসেবে মনে করে লেবানন।
২০০০ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিরোধের মুখে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনারা সরে যাওয়ার পর জাতিসংঘের মাধ্যমে যে সীমান্ত রেখা নির্ধারণ করা হয়েছে তা ‘ব্লু লাইন’ নামে পরিচিত।
ইহুদিবাদী ইসরাইল মাঝে মধ্যেই লেবাননের আকাশ, সাগর ও স্থল সীমা লঙ্ঘন করে থাকে। গড়ে প্রতি মাসে অন্তত ১৫০ বার সীমা লঙ্ঘনের ঘটনা ঘটে। লেবানন সরকার এ পর্যন্ত বহুবার এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।