দর্পণ ডেস্ক : যেসব দেশকে ইউরোপীয় ইউনিয়ন নিজের জন্য হুমকি মনে করে তেমন দেশের তালিকায় সৌদি আরবের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ন্ত্রণহীন মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়ার জন্য এ তালিকা করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের দুটি আলাদা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল শুক্রবার নিশ্চিত করেছে যে, ইউরোপীয় ইউনিয়ন রিয়াদকে খসড়া কালো তালিকার আওতায় এনেছে। প্যারিসভিত্তিক নজরদারি সংস্থা ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ’র মানদণ্ড অনুসারে ইইউ এরইমধ্যে ১৬টি দেশকে কালো তালিকাভুক্ত করেছে।
তবে সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে এ তালিকার আওতায় আনতে হলে ইউরোপীয় জোটের ২৮ সদস্যের সবার সম্মতি লাগবে। আগামী সপ্তাহে ওই তালিকা চূড়ান্ত করা হবে। তার আগে ২৮ সদস্যের অনুমোদন প্রয়োজন। এ তালিকায় আর কোন কোন দেশকে আনা হয়েছে তা প্রকাশ করা হয় নি।
খাতিম্যান সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশের তরফ থেকে চাপের মুখে রয়েছে। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে ওই হত্যাকাণ্ড হয়েছে।