দর্পণ ডেস্ক : ভোলার চরফ্যাশনে রাস্তার কাজ চলাকালে রোলারের নিচে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা গ্রাম্য ডাক্তার আব্দুর রহমান (৬০) ও তার সহযোগী নিজাম উদ্দিন (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহমান তার সহযোগী নিজাম উদ্দিনকে নিয়ে বিকেলে আব্দুল্লাহপুর এলাকা থেকে মোটরসাইকেল যোগে রোগী দেখতে চর মাদ্রাজে যান। রোগী দেখে ফেরার সময় চর মাদ্রাজ এলাকার দাসেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে কাছে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা সেখানে রাস্তার কাজ করা রোলারের নিচে পড়েন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুইজনই মারা যান।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।