দর্পণ ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে কালা মারমা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহাল ত্রিপুরা নামে আরেকজন।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার বাইল্যাছড়ি মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত কালা মারমা মাটিরাঙ্গা পৌর যুবলীগের সদস্য এবং গুইমারা উপজেলার বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকার মৃত মথু মারমার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাস মাটিরাঙ্গা থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই কালা মারমা নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহাল ত্রিপুরা আহত হন।

গুরুতর আহত নিহাল ত্রিপুরাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ হোসেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।