দর্পণ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের কার্যক্রমে অচলাবস্থা বা আংশিক শাটডাউন থেকে বেরিয়ে আসতে শেষ পর্যন্ত আপোশের প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউজ থেকে তিনি বলেছেন, প্রায় ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের হুমকি তিনি প্রত্যাহার করে নেবেন। বৈধ কাগজপত্র ছাড়া যেসব তরুণ আমেরিকায় রয়েছে, তারাও এর আওতায় পড়বে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, মানবিক সাহায্যের জন্য ৮০ কোটি ডলার দেয়া হবে। একইসাথে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য এই পরিমাণ অর্থ দেয়া হবে যা সীমান্তে অতিরিক্ত ২,৭৫০ জন নিরাপত্তা কর্মী নিয়োগে সহায়তা করবে। তবে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অবস্থান থেকে সরে আসেন নি। তিনি সেজন্য যে ডলার চেয়েছিলেন, সমঝোতা প্রস্তাবে তা বহাল রেখেছেন।
এদিকে, আপোশ প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটরা। আমেরিকার ইতিহাসে চার সপ্তাহেরও বেশি সময় ধরে এই আংশিক শাটডাউন চলছে যা দেশটির ইতহাসে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা। এরফলে প্রায় আট লাখ ফেডারেল কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন; তাদের বেতন-ভাতা দেয়া সম্ভব হচ্ছে না।
ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাটরা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, ‘দুর্ভাগ্যজনক হলো প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রস্তাবগুলো এর আগে প্রত্যাখ্যান করা হয়েছে, এখন সেগুলোই তিনি নতুন করে তুলে ধরেছেন’।ন্যান্সি আরো বলেন, এই প্রস্তাব অগ্রহণযোগ্য। এটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে তারা মনে করেন।