দর্পণ ডেস্ক : শনিবার ১৯ জানুয়ারি সন্ত্রাসীদের হামলায় ৮ সোমালি সৈন্য নিহত হওয়ার জবাবে মধ্য জুবা অঞ্চলের জিলিব শহরের কাছে শাবাবের আস্তানায় এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড। পরে এক বিবৃতিতে কমান্ডের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
সোমালিয়ার আঞ্চলিক প্রতিরক্ষামন্ত্রী আবদুর রশিদ হাসান জানান, এ হামলায় হতাহতের সংখ্যা ৭৩ ছড়িয়ে যেতে পারে। প্রত্যক্ষদর্শীদের মতে, আল-শাবাবের সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের সঙ্গে কয়েকঘণ্টা গুলিবিনিময় হয় নিরাপত্তা বাহিনীর।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আট সৈন্য নিহত হওয়ার দাবি করলেও আল-শাবাবের পাল্টা দাবি, সেখানে ১৫ সৈন্যকে হত্যা করা হয়েছে।
কয়েকদিন আগেই রাজধানী মোগাদিসু ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বাইদোর কাছে ইথিওপিয়ার সামরিক বাহিনীর একটি বহরে অতর্কিত হামলা চালায় আল-শাবাব।