দর্পণ রিপোর্ট: কলাপাড়া সমিতি, ঢাকা এর কার্যনির্বাহী কমিটির সভা ১৮ জানুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভার প্রথমেই কলাপাড়া সমিতি, ঢাকা এর প্রতিষ্ঠাতা মাননীয় সংসদ সদস্য (পটুয়াখালী-৪ আসন) জনাব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এর শুভ জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

আলোচনায় সমিতির সিনিয়র নেতৃবৃন্দ তাঁর আদর্শ ও দিক নির্দেশনায় সমিতির ভবিষ্যত কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সমিতির কার্যক্রম সর্ম্পকে বিভিন্ন সিদ্ধান্ধ গ্রহন এবং ফ্রেব্রুয়ারি মাসের শেষে বার্ষিক বনভোজন করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এড: খন্দকার আবুল কালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম ।


অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি – এম আহসান হাবীব খান, গনেশ চন্দ্র হাওলাদার ও ড. রাফসান মাহমুদ (কাজল), যুগ্ম সাধারণ সম্পাদক – জোবায়ের হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক – সৈয়দ মনিরুজ্জামান মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক – মোঃ অহিদুল ইসলাম, অর্থ সম্পাদক – এস, এম, মাকসুদুল ইসলাম (মাসুম), দপ্তর সম্পাদক -নূরে আলম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক -সাইফুল ইসলাম শাহীন, সমাজকল্যাণ, দূর্যোগ ও পরিবেশ বিষয়ক  সম্পাদক -সামিনা জাহান বর্ণা, প্রচার সম্পাদক – মাসুদ নিজামী, স্বাস্থ্য ও যুব-ক্রীড়া সম্পাদক -ডা. গোলাম সারওয়ার, নির্বাহী সদস্য – হাসান শিকদার ও বিল্লাল তালুকদার প্রমুখ।

উল্লেখ্য কলাপাড়া সমিতি, ঢাকা ২০১৪ সালে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব প্রতিষ্ঠা করেন। এ সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিঃ এর ডিরেক্টর এবং ফ্রেশ গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, সিআইপি। অরাজনৈতিক এ সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবারত কলাপাড়ার জনসাধারনের কল্যানার্থে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।