দর্পণ ডেস্ক : রাশিয়ার দূর প্রাচ্যের আকাশে আজ শুক্রবার দেশটির বিমান বাহিনীর দুই এস-৩৪ বোমারু বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিমানের পাইলটসহ ক্রুরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। এ ছাড়া, ঘটনার সময় কোনো বিমানেই বোমা বা গোলাবারুদ ছিল না।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাপান সাগরের ওপরে পরিকল্পিত প্রশিক্ষণের সময় এ সংঘর্ষ হয়। এ সময়ে বিমান দুটি উপকূল ৩৫ কিলোমিটার দূরে ছিল।

৪৫ টন ওজনের রুশ এসইউ-৩৪ বিমান চার টন পর্যন্ত অস্ত্র এবং গোলাবারুদ বহন করতে পারে। এ বিমান সর্বোচ্চ ১৮ হাজার মিটার উঁচু দিয়ে চার হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উড্ডয়নে সক্ষম। বাড়তি তিনটি জ্বালানি ট্যাংক বহন করতে এবং নতুন করে জ্বালানি তেল না ভরে টানা ৮ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে এ বোমারু বিমান।