দর্পণ ডেস্ক : দুদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন খুব শিগগিরই বিয়ে করবেন। আর সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করলেন সালমা আক্তার। বৃহস্পতিবার রাতে নিজের দ্বিতীয় বিয়ের খবর জানান এ শিল্পী।

অনেকটা সবার অগুচরেই বিয়েটা সারলেন এই ক্লোজাপ ওয়ান তারকা। তবে পারিবারিকভাবে বিয়ে করেছেন বলে জানিয়েছেন। পেশায় আইনজীবী পাত্র ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগর। গত ৩১শে ডিসেম্বরেই তারা বিয়ে করেন।

সালমা জানান, ‘এটা কিন্তু প্রেমের বিয়ে নয়, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে হয়েছে আমাদের। তার বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর লন্ডন চলে যান। ‘বার অ্যাট ল’ শেষ করতে তার স্বামীর মাস চারেক লাগবে। তিনি আরও বলেন, আমার স্বামী দেশে ফিরলে বিয়ে পরবর্তী সংবর্ধনার আয়োজন করব, তখন সবার দোয়া নেব’।

বিয়ে প্রসঙ্গে সালমা বলেন, ‘একসঙ্গে থাকতে হলে দু’জনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকা দরকার। এসবের সমন্বয় হলে দাম্পত্য জীবন সুখের হয়। সেদিক থেকে সাগরের মধ্যে সবই পেয়েছি’।

উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন তিনি। শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালের ১লা জানুয়ারি তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। তার নাম স্নেহা। কিন্তু সাংসারিক দ্বন্দ্বের জের ধরে ২০১৬ সালের ২০শে নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।