জাহিদ হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি কাজী মো. শহীদ ইসলাম পাপুল বলেছেন, আমি নিজে দুর্নীতি করব না এবং আমার নির্বাচনী এলাকায় কাউকে কোনও ধরণের দুর্নীতি করতে দেব না।
তিনি বলেছেন, লক্ষ্মীপুর-২ আসনটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, টেন্ডারবাজ ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করছি।
পাপুল বলেন, এ দুর্নীতির আশপাশে যদি কেউ থাকে তাহলে তার দায়ভার আমি নেব না। অপরাধী সে যেই হোক তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি।
বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা ৯ নং দক্ষিণ আবাবিল ইউনিয়নে কন্বল বিতরণ অনুষ্ঠানে আগত সমাবেশে নবনির্বাচিত এমপি কাজী শহিদ ইসলাম পাপুল এসব কথা বলেন।
এছাড়া তিনি রায়পুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বামনী, দক্ষিন, উত্তর চরবংশী ও সোনাপুর ইউনিয়নের হত দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় এমপি পাপুল বলেন, সরকার থেকে যা পাই উন্নয়নের জন্য যদি তাতে না হয় তা হলে নিজের পকেটের টাকা খরচ করব। অামি কিছু নিতে নয়, দিতে এসেছি। এলাকার রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজ, মক্তব, মসজিদ, মন্দির, মাদ্রাসাসহ এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করব।
জানা গেছে, লক্ষ্মীপুর-২ নির্বাচনি এলাকার ১৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিজ অর্থায়নে বিগত ৫ দিন ধরে নিজ হাতে ৩০ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে চলছেন তিনি।
তার সাথে রয়েছেন জেলা এবং উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।