দর্পণ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে খালে পড়ে হেলপার ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ মোল্লা জানান, চৌমুহনী থেকে যাত্রী নিয়ে ফেনীর উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি বাস বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট নামক স্থানে পৌঁছালে বাসটির সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে গিয়ে পড়লে বাসের হেলপার ও অজ্ঞাত আরও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও চৌমুহনী দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে নিহতদের নাম ও ঠিকানা তিনি জানাতে পারেননি।

ওসি আরও জানান, রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটি খাল থেকে উদ্ধারের কাজ চলছে।