দর্পণ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় এসেছে ইরাক ও সিরিয়ার জনগণের সীমাহীন লড়াইয়ের ফলে; এতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না।
(যবসায়ী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাওয়াদ জারিফ)
পবিত্র কারবালা শহরে ইরাক ও ইরানের ব্যবসায়ীদের একটি সম্মেলনে জাওয়াদ জারিফ এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা বিশ্বের কোথাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সফলতা পায় নি। ইরাক ও সিরিয়ায় এ সফলতা এসেছে এ কারণে যে, দেশ দুটির জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেগে উঠেছিলেন, তারা নিজেরা লড়াই এবং আত্মত্যাগ করেছেন। সে কারণে আমেরিকার এখানে কোনো ভূমিকা নেই বরং এটা এই দুটি দেশের অর্জন।
সম্মেলনে দেয়া বক্তৃতায় জাওয়াদ জারিফ ইরান ও ইরাকের মধ্যকার নানা অভিন্নতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে দু দেশের এ সম্পর্ক আরো গভীর করার আহ্বান জানান। তেহরান ও বাগদাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বিদ্যমান সমস্ত বাধা করারও আহ্বান জানান তিনি।
চারদিনের সফরে গত রোববার জাওয়াদ জারিফ ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছান। তার সঙ্গে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল।