দর্পণ ডেস্ক : প্রায় দীর্ঘ দিন ধরে প্রেম করছেন সালমান মুক্তাদির। প্রেমিকা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ বিজয়ী জেসিয়া। প্রায় বছর খানেক আগে একটি রেডিওর লাইভ অনুষ্ঠানে তারা দু’জনই তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেন। নানা ভাবেই তারা দুজনেই মিডিয়াতে সব সময় আলোচনার ভিতরেই থাকেন।

(সালমান এবং জেসিয়া)

তবে তাদের দুজনের এবারের আলোচনায় আসার বিষয়টি একটু ব্যাতিক্রম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সে ভিডিওতে দেখা যায়, জেসিয়া ইসলাম মাঝরাতে সালমান মুক্তাদিরের বাড়িতে যান। বাসার গেটে গিয়ে নিরাপত্তারক্ষীদের দরজা খুলতে বলেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা দরজা না খুললে রাগে দরজায় আঘাত করা শুরু করেন জেসিয়া।

এক পর্যায়ে নিচে নেমে আসে সালমানের মা। তাকে দরজা খুলতে বলা হলে তিনিও সেটি খুলেন না। এরপর ইট দিয়ে বাসার সামনে ভাঙচুর শুরু করেন তিনি। পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজও করতে থাকেন।

মধ্যরাতে প্রেমিকের বাড়িতে গিয়ে এমন কাণ্ডের বিষয়টি জানতে তাদের দুজনকেই ফোন দেয়া হলে তাদের নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতযোগিতার বিজয়ীর মুকুট অর্জন করেন জেসিয়া। আর সালমান মুক্তাদির বাংলাদেশের একজন সফল ইউটুবার।