দর্পণ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, চলমান স্যাটেলাইট কর্মসূচিতে কোনো রকমের ‘সামরিক রূপ’ নেই বরং সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এ কর্মসূচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, ‘সামরিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য যে লাঞ্চ প্যাড ব্যবহার করা হয় তার থেকে আমাদের স্যাটেলাইট ও ল্যাঞ্চ প্যাডের অবকাঠামো ভিন্ন। এই স্যাটেলাইট কর্মসূচি বেসামরিক এবং আবহওয়ার পূর্বভাসের জন্য এই স্যাটেলাইট দরকার’।

গতকাল সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাহরাম কাসেমি। তিনি জোর দিয়ে বলেন, মহাকাশে স্যাটেলাইট পাঠানোর বিষয়ে ইরান অবশ্যই বিদেশি কোনো শক্তির অনুমতির অপেক্ষায় থাকবে না। তিনি বলেন, স্বাধীন দেশ হিসেবে ইরান স্যাটেলাইট প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারের অধিকার রাখে। সে কারণে ইরান কারো অনুমতি কিংবা মতামতের জন্য অপেক্ষা করবে না।