অনলাইন ডেস্ক : ঝিনাইদহে হত্যা মামলায় ১৬ বছর জেল খেটে জামিনে মুক্তি পাওয়া নারী গোলাপী বেগমকে স্বাবলম্বী হতে সেলাই মেশিন ও ৫ হাজার টাকা দিয়েছে জেলা প্রশাসন। রোববার বিকেলে জেল থেকে বের হওয়ার পর তার হাতে সেলাই মেশিন ও টাকা তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
একটি হত্যা মামলায় ২০০২ সালের ১৮ মে থেকে জেলখানায় বন্দি ছিলেন শহরের পবহাটি এলাকার আকবর আলীর স্ত্রী গোলাপী বেগম। সম্প্রতি ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জেলখানা পরিদর্শনে গিয়ে গোলাপী বেগমের সাথে কথা বলেন। এসময় স্বাবলম্বী হতে জেলা প্রশাসকের কাছে একটি সেলাই মেশিন চান গোলাপী বেগম।
গোলাপী বেগম উচ্চ আদালত থেকে জামিন পেয়ে রোববার জেল থাকা থেকে মুক্তি পেয়েছেন। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ একটি সেলাই মেশিন ও ৫ হাজার টাকা তাকে প্রদান করেন। এসময় জেলার নিজাম উদ্দিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মমিনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, সেলাই মেশিনের সাথে তাকে সামান্য পুঁজি দেওয়া হয়েছে। যাতে করে তাকে কারো কাছে হাত পাততে না হয়। দীর্ঘদিন জেলখানায় জামিনে মুক্তি পেয়ে নিজে কাজ করে চলতে পারবে। মানুষের কাছে তাকে যেতে হবে না।
তিনি বলেন, ‘গোলাপী বেগম স্বাবলম্বী হবার সাহসী স্বপ্ন দেখেছিল। আজই শুরু হল নতুন অধ্যায়। বাকিটা জীবন যেন ভালোভাবে চলতে পারে এ কামনা করি।’