দর্পণ ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানঝিতে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ জন কর্মী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে শেনমু শহরে বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে দুর্ঘটনাটি ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি রবিবার এক খবরে এই তথ্য জানায়। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনির ছাদ ধসে পড়ার সময় সেখানে ৮৭ জন খনিকর্মী ছিল। তাদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২১ জন ভূগর্ভে আটকা পড়েন। পরে তল্লাশি অভিযান চালিয়ে আটকেপড়া সবাইকে মৃত ঘোষণা করা হয়।
রয়টার্স জানায়, চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দূর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। দেশটিতে কয়লা খনিতে নিরাপত্তার দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে।