দর্পণ ডেস্ক : চিত্রনায়িকা ববি অভিনীত ও প্রযোজিত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে ‘বিজলী’। গত বছর ঢাকার পর অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ ছবিটি মুক্তি পেলে ব্যাপক সাড়া পান এ অভিনেত্রী।
সুপার হিরো ছবির ধরন অনুযায়ী এ ছবির ভিএফএক্সের কাজ দর্শকরা খুব এনজয় করেছেন। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর।
বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন ববি। মূলত নতুন ছবি ‘রক্তমুখী নীলা’র কাজেই সেখানে যাওয়া তার। ছবিটি পরিচালনায় আছেন ভারতের জয়দীপ মুখার্জি। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন সব্যসাচী মিশরা। এদিকে শাকিব খানের বিপরীতে ‘নোলক’ নামে নতুন ছবি নিয়ে শিগগিরই হাজির হবেন ববি। এ ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘নোলক’-এর ফার্স্ট লুক প্রচারের পর দর্শকদের দারুণ সাড়া পেয়েছিলাম। এদিকে এরইমধ্যে এ ছবির কাজ শেষ হয়েছে। ছবির গল্পটিও মৌলিক। এটি শিগগিরই সেন্সরে জমা হবে বলে জেনেছি। এ ছবিটি পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন সাকিব সনেট। ‘নোলক’ ছবিতে আরো অভিনয় করবেন ওমর সানী-মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।
‘রক্তমুখী নীলা’ ছবির কাজ করার পর ঢাকায় ফিরে শাকিব খান, ডিএ তায়েবের বিপরীতে একটি ছবিতে কাজ করবো। নতুন ছবির নাম বা গল্পটা কি জানতে চাইলে ববি বলেন, এখনই সবকিছু জানাতে চাই না। নতুন বছরের ধামাকা এটি। তাই বেশ বড় পরিসরে অনুষ্ঠানের মাধ্যমেই জানাবো এ বিষয়ে। শিগগিরই ঢাকা ফিরে এ ছবি প্রসঙ্গে বিস্তারিত সকলকে জানাবো। আগে থেকে এখন আর কিছু বলতে চাই না।