দর্পণ ডেস্ক :  শনিবার টুইটে ট্রাম্প বলেন, ‘ডেমোক্র‌্যাটরা চাইলে ১৫ মিনিটের মধ্যে মার্কিন অচলাবস্থা পরিস্থিতির সমাধান সম্ভব।’

তিনি আরেক টুইটে বলেন, ‘ডেমোক্র‌্যাটরা ছুটি কাটিয়ে কাজ শুরু না করা পর্যন্ত আমাদের অনেকদিন এভাবেই থাকতে হবে। আমি হোয়াইট হাউসে স্বাক্ষর করার জন্য প্রস্তুত হয়ে আছি।’

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ নিয়ে সমঝোতা না হওয়ায় ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলছে। এতে করে মার্কিন সরকারের লাখ লাখ কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। কর্মীদের মধ্যে এফবিআই এজেন্ট থেকে শুরু করে জেলখানা পাহারার কর্মীরাও রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বর্তমান অচলাবস্থা ১৯৯৫-৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে ২১ দিনের শাটডাউনের রেকর্ডকে শনিবার পেছনে ফেলেছে।

মার্কিন সরকারে দীর্ঘ সময় ধরে অচলাবস্থার কারণে দেশটির জননিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। এছাড়া এতে করে দেশটির অর্থনীতিতেও এর বিরুপ প্রভাব পরছে। তথ্য সূত্র: এবিসি, এনডিটিভি।