দর্পণ ডেস্ক : রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপের তৎপর হওয়া জরুরি।

রাশিয়া আল-ইয়াওম টিভি চ্যানেল আজ জানিয়েছে, মারিয়া জাখারোভা তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউরোপ ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করতে বাধ্য। পরমাণু সমঝোতা রক্ষায় তাই ইউরোপের উচিত সচেষ্ট হওয়া।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রসঙ্গে জাখারোভা বলেন, ওয়াশিংটন সত্যিই যদি সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করতে চায় তাহলে তা কার্যকর করা উচিত। আমেরিকার জন্য এই পদক্ষেপ ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন রুশ এই মুখপাত্র।

সিরিয়ার সংবিধান কমিটি গঠন করার ব্যাপারে রাশিয়া, ইরান ও তুরস্কের প্রচেষ্টাকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জাখারোভা। একইসঙ্গে এই কূটনীতিক সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে দেখা-সাক্ষাতকে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বলে মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরে ঘোষণা করেছেন সিরিয়া থেকে তাদের সেনা ফিরিয়ে নেয়া হবে। ওই ঘোষণার ব্যাপক সমালোচনা হবার কারণে ট্রাম্পের সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে কিনা; এ ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে।