Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-10-13 10:41:20Z | | ÿÿ*

দর্পণ ডেস্ক : সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তাতে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। এক বিবৃতিতে মস্কো বলেছে, ‘আমেরিকা হয়তো সিরিয়ায় থেকে যেতে চায়’।

এরপর আজ শুক্রবার মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সিন রায়ান বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। এই কাজের নিরাপত্তার স্বার্থে কখন কীভাবে সেনা প্রত্যাহার করা হচ্ছে তা জানানো হচ্ছে না বলে তিনি দাবি করেন। এর আগে এক অজ্ঞাত মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন, ‘সিরিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়া হয়েছে’।

এ ছাড়া, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের দাবি সত্য হলে এতদিন এসব সেনা যেসব এলাকা নিয়ন্ত্রণ করছিল তার দায়িত্ব সিরিয়ার সেনাবাহিনীকে দেয়া হতো।