শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি : আজ ১১ জানুয়ারী ২০১৮ইং সকাল ১০টায় ভৈরব বাজার রাজ কাচারী প্রাঙ্গণে ভৈরব ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে শীতার্থদের মাঝে ২১০পিস কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন, ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি ও ভৈরব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদ আলী, সংগঠনের সদস্য মোঃ মোবারক হোসেন, হাজী মোঃ হোসেন আলী, হাজী মোঃ রফিকুল ইসলাম, হাজী মোঃ রুবেল হোসেন, মোঃ হাসেন আলী, হরিপদ রাজ বকসী, শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন বাবুল, মিরণ মোঃ আনিম, আতাউর রহমান কাজী মাসউদ রহমান রনি, হাজী সজীব আহমেদ, মোঃ আক্তারুজ্জামান, লায়ন শামীম আহমেদ প্রমূখ। এসময় সংগঠনের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু বলেন, প্রতি বছরেই আমরা এ সংগঠনের পক্ষ থেকে শীর্তাদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিকরণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজও আমরা শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছি।