দর্পণ ডেস্ক : বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। শুটিং শেষে বাসায় ফেরার পথে তিনি এ দুর্ঘটনয় আহত হন। তিনি এখন রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। কোমরের হাড়ের সংযোগস্থলে গুরুতর আঘাত পেয়েছেন এ অভিনেত্রী।

(হাসপাতালের বেড়ে অহনা)

অহনার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি অহনা তার খালাতো বোনকে সঙ্গে নিয়ে উত্তরায় নিজ বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা হন। উত্তরার কাবাব ফ্যাক্টরী থেকে কিছুটা সামনে সাত নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক সজোরে অহনার গাড়িটিকে ধাক্কা দেয়।

এ নিয়ে কিছুক্ষণ তর্কাতর্কির একপর্যায়ে অহনা ট্রাক চালককে নামতে বললে ইচ্ছাকৃতভাবে চালকটি আবারো অহনার গাড়িটিকে জোরে ধাক্কা দেয়। এ সময় অহনা নিজেই ট্রাকের পাশের দরজা দিয়ে উঠে চালককে নামতে বলেন। কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় ট্রাক ছেড়ে দেন। এভাবেই ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় নিয়ে উত্তরার ১২নং সেক্টরে পৌঁছলে স্থানীয়দের বাধায় ট্রাকচালক সজোরে ব্রেক কষলে ঘটনাস্থলে ট্রাক থেকে ছিটকে পড়ে অহনা গুরুতর আহত হন।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে। এই ঘটনায় উত্তরা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছে অভিনেত্রী অহনার পরিবার।