দর্পণ ডেস্ক : গতকাল বুধবার নয়াদিল্লীতে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তিনি আরো বলেন, নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ক্ষেত্রে বিশেষ করে আফগানিস্তান এবং পারস্য উপগাসাগরের চলমান পরিস্থিতি নিয়ে ভারত এবং ইরান সমানভাবে উদ্বিগ্ন।
ভারতের সঙ্গে বিভিন্ন সম্পর্কের বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তেহরানের যে সম্পর্ক বিরাজ করছে তার প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন যে, তেহরান এবং নয়া দিল্লী আমেরিকার অবৈধ পদক্ষেপ নিষেধাজ্ঞা এবং হুমকি একত্রে মোকাবেলা করতে পারে।
জারিফ বলেন, “আমরা গত কয়েক শতক ধরে একে অপরের সঙ্গে ব্যবসা করে আসছি। তাই এটা খুবই কঠিন যে কোনো তৃতীয় শক্তি এসে এই সম্পর্কের ছিন্ন ঘটাবে। আমেরিকা তেহরানকে যা করতে বলছে তা কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়। বরং অন্যকে যা করতে বলছে তাও আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। কোনো একতরফা নয় কেবল জাতিসংঘের মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাকে মেনের চলার বিষয়ে ভারত যে মৌলিক নীতি গ্রহণ করেছে তারও প্রশংসা করেছেন জারিফ।