দর্পণ ডেস্ক : চলতি বছরই গাঁটছড়া বাঁধছেন মালাইকা অরোরা। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা অর্জুন কাপুরকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। অনেকদিন ধরেই চলা গুঞ্জন এবার প্রকাশ্যে এল মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিয়ের দিনক্ষণ।
(মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের)
চলতি বছরের মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন আরবাজ খানের সাবেক স্ত্রী। ইতোমধ্যেই নাকি অর্জুনের সঙ্গে তার বিয়ের দিন, তারিখ নিয়ে নিজের টিম-এর সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন বলিউডের এই অভিনেত্রী। টিম মালাইকার প্রত্যেক সদস্য যাতে বিয়ের দিন হাজির থাকতে পারেন, সেই কারণে আগেভাগে তাদের বিয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে ‘পানিপথ’-এর শুটিংয়ে ব্যস্ত অর্জুন কাপুর। অন্যদিকে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ নামে একটি রিয়েলিটি শো-এ বিচারকের আসনে রয়েছেন মালাইকা অরোরা।