দর্পণ ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় এক আওয়ামী লীগের কর্মীর দাপটে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। আওয়ামী লীগের ওই কর্মী দিনে দুপুরে রাস্তার পাশে সরকারি গাছ কর্তন ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোসহ আরও অনেক অভিযোগ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে বড়গাঁও চৌধুরী হাট এলাকায় গিয়ে দেখা যায়, পোস্ট অফিসের সামনে দুটি সরকারি গাছ কর্তন করা হয়েছে। কর্তনকৃত গাছ সরিয়ে ফেললেও গাছের লতা পাতা ও গাছের গোড়া পড়ে রয়েছে। গাছ কর্তনের বিষয়ে হাটের কয়েকজনকে জিজ্ঞাসা করলে নিরবতা পালন করেন বেশির ভাগ মানুষ। ওইসব নিরীহ মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে বোঝা যায় ভয়ে কেউ কিছু বলছেন না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক দোকানদার বলেন, ভাই এলাকার কেউ গাছ কর্তনকারীর নাম বলবে না। ওই ব্যক্তির কথা শুনে কাছে গিয়ে কিছুক্ষণ আলাপ-আলোচনার পর উঠে আসে প্রভাবশালী মাহাবুব নামে আওয়ামী লীগের কর্মীর নাম।