In this photo released Wednesday, March 28, 2018 by China's Xinhua News Agency, Chinese President Xi Jinping, second from right, and his wife Peng Liyuan, right, and North Korean leader Kim Jong Un, second from left, and his wife Ri Sol Ju, left, pose for a photo at the Great Hall of the People in Beijing. (Ju Peng/Xinhua via AP)

দর্পণ ডেস্ক : আজ মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিং সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

আমেরিকা যদি উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে তিনি বিকল্প পথ খুঁজবেন বলে হুঁশিয়ারি দেয়ার কয়েক দিন পর কিম জং উন তিনদিনের জন্য বেইজিং সফরে গেলেন।

উত্তর কোরিয়ার নেতা তার স্ত্রী রি সোল জু-কে সঙ্গে নিয়ে বেইজিং পৌঁছান। চীন ও উত্তর কোরিয়ার গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। তবে আজ দিনের প্রথম দিকে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছিল, সোমবার বিকেলে কিম তার স্ত্রী ও কূটনীতিকদের একটি প্রতিনিধিদল নিয়ে চীনের উদ্দেশ্যে রাজধানী পিয়ংইয়ং ছাড়েন।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম খবর দিয়েছে যে, ভারী অস্ত্রে সজ্জিত একটি ট্রেন উত্তর কোরিয়ার সীমান্ত পেরিয়ে চীনে ঢুকেছে। সম্ভবত ওই ট্রেনে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ কর্মকর্তা রয়েছেন। ট্রেনটি সোমবার বিকেলে রওয়ানা করে আজ সকালে বেইজিং পৌঁছায়।