দর্পণ ডেস্ক : হ্যাশট্যাগ ‘মিটু’ ইস্যুতে যৌন হেনস্তার অভিযোগে জড়ানো বলিউডের প্রবীণ অভিনেতা অলোকনাথের জামিন গত শনিবার মঞ্জুর করেছে মুম্বাইয়ের দিনদোশী আদালত। আর তাই এখন অনেকটা ফুরফুরে মেজাজেই আছেন এই অভিনেতা।
গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অলোকনাথ, দিনদোশি দায়রা আদালতে আগাম জামিন চান৷ অন্যদিকে অভিযুক্ত অলোকনাথের বিরুদ্ধে পাল্টা জবাবের জন্য বহু চেষ্টা করেছিলেন বিনতার আইনজীবী ।
আদালতে অলোকনাথের আগাম জামিন রুখতে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিনতার আইনজীবী৷ উপযুক্ত জবাব দেওয়ার জন্য আদালতের কাছে থেকে সময় চেয়ে নেন৷ কিন্তু আদালত তা খারিজ করে দিয়ে জামিন মঞ্জুর করেন।
(বিনতা নন্দা)
অলোকনাথের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আসার পর পরেই সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (সিনটা) থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।
প্রসঙ্গত, মুম্বাই পুলিশের কাছে বলিউডের এই প্রবীণ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ করেন ছোট পর্দার স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক ও প্রযোজক বিনতা নন্দা।