অনলাইন ডেস্ক : রাঙ্গামাটিতে সোমবার সকাল থেকে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। প্রথম দিন সকাল থেকে শহরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকান-পাট খুলেনি। শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রাঙ্গামাটির নানিয়ারচরে হত্যাকারীদের গ্রেফতার ও মহালছড়িতে ১৬ এপ্রিল অপহৃত তিন বাঙ্গালিকে উদ্ধারের দাবিতে তারা এ হরতালের ডাক দেয়। এতে সমর্থন দিয়েছে পার্বত্য সমঅধিকার আন্দোলন।

জানা যায়, শহরের বিভিন্নস্থানে হরতালকারীরা পিকেটিং করেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে নানিয়ারচরে আততায়ীর গুলিতে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার নিহত হন। ৪ মে তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোচালক সজিব হাওলাদারসহ ৫জন সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এছাড়া ১৬ এপ্রিল মহালছড়িতে অপহৃত ৩ বাঙ্গালি ব্যবসায়ী অপহৃত হন। এসব ঘটনায় ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।

খাগড়াছড়িতে ফের হরতাল
পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ফের ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। শহরেও গাড়ি চলাচল করছে না। অধিকাংশ দোকানপাট খোলেনি। হরতাল সমর্থকরা সকালে জেলা সদরের কলেজ রোড এলাকায় একটি ট্রাক ও মাহেন্দ্র গাড়ি ভাংচুর করে। পুলিশ জানিয়েছে, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।