দর্পন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে অবশ্যই আমাদের দেয়াল নির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন । রবিবার সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন। খবর আল-জাজিরার।

ট্রাম্প বলেন, দেয়াল নির্মাণ ছাড়া অন্য কোন উপায় আমাদের নেই। এটা নিরাপত্তার জন্য, এটা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে।

এছাড়া এসময় তিনি আবার হুমকি দিয়ে বলেন, দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেলে, দরকার হলে তিনি দেশে জরুরি অবস্থা জারি করবেন।

এর আগে গত শুক্রবার কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প বলেন, যতক্ষণ পর্যন্ত মেক্সিকো সীমান্তে অর্থ বরাদ্দ দিচ্ছে না এই অচলাবস্থা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে মার্কিন সরকারের অচলাবস্থা মাসের পর মাস এমনকি বছর ধরে চলবে।

ট্রাম্প সেদিন জানান, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে ৫৬০ কোটি ডলার প্রয়োজন।