দর্পণ ডেস্ক : আজ রোববার বেলা ১২টার দিকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এরশাদকে শপথ বাক্য পাঠ করান। এরমধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান।

 

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে এইচ এম এরশাদকে শপথ বাক্য পাঠ করান।

একাদশ জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা গত বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে অসুস্থতার কারণে ওইদিন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাননি এরশাদ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলটির বেশ কয়েকজন নেতা।

শপথ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, ‘বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নিতে পেরে আমি গর্বিত। সংসদের ডেপুটি স্পিকার যাতে বিরোধী দল থেকে নেওয়া হয় সেও দাবি জানাবো আমি। এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সংসদীয় কমিটির সভাপতি পদে বেশি করে বিরোধী দল থেকে নেয়ার দাবি জানানো হবে’।