দর্পণ ডেস্ক : আজ রবিবার সকাল ৯টার পর থেকে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়কে অবস্থান নেন। এর ফলে বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়ক প্রায় স্থবির হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

পরে দীর্ঘ ৫ ঘণ্টার অবরোধের পর দুপুর ২টার দিকে পুলিশ ও মালিকপক্ষের মধ্যস্থতায় বেতন বৃদ্ধির আশ্বাসে শ্রমিকরা রাজপথ থেকে সরে যেতে রাজি হন।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাওয়ার জন্য শ্রমিকরা সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

শ্রমিকদের অবরোধের বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মো. মনির বলেন, প্রথমে চৈতি গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধ করেন। এরপর আশেপাশের অন্য গার্মেন্ট থেকে শ্রমিকরা রাস্তায় এসে বিক্ষোভে যোগ দেন।

এদিকে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রভাব পড়েছে রাজধানীর প্রায় সব সড়কে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।