কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিব্বুর রহমান মহিবকে মন্ত্রী হিসেবে পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মহিপুর থানার সর্বস্তরের মানুষের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় শেখ রাসেল সেতুর পাদদেশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র ডেপুটি কমান্ডার আঃ ছত্তার ফরাজী, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ কালিম মোহাম্মাদ, মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা ডাঃ মোঃ রুহুল আমীণ দুলাল, মহিপুর প্রেসক্লাবের সভাপতি
মোঃ মনিরুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, সদ্য নির্বাচিত সংসদ সদস্য মহিব্বুুর রহমান মহিব উচ্চ শিক্ষিত ও একজন সৎ ব্যক্তি। পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করা সহ অত্র এলাকায় প্রধানমন্ত্রীর গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মহিববুর রহমানকে মন্ত্রী হিসেবে পেতে চান এলাকাবাসী। বক্তারা আরও বলেন, মহিববুর রহমান ছাত্র রাজনীতি থেকে তৃনমুল পর্যায়ে দীর্ঘদিন যাবৎ এ এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তাকে মন্ত্রীত্ব দেয়া
হলে কুয়াকাটা ও পায়রা সমুদ্রবন্দরকে ঘিরে প্রধানমন্ত্রী যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।