নিজস্ব সংবাদদাতা: পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা এর সাংবাদিকবৃন্দ আজ শুক্রবার (৪.১.১৯) বিকেলে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) এর নব নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা অধ্যক্ষ মহিব্বুর রহমান (মহিব) কে ঢাকাস্থ বাসভবনে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।


উল্লেখ্য সভ্রান্ত পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের উচ্চতর ডিগ্রীধারী অধ্যক্ষ মহিব্বুর রহমান (মহিব) ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতি করতেন। তিনি ১৯৭০-১৯৭৩ পর্যন্ত তার নিজ বিদ্যালয় ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও কলাপাড়া উপজেলা ছাত্রলীগ এর সদস্য ছিলেন। ১৯৭৭-১৯৮০ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক এবং ১৯৮২-১৯৮৫ পর্যন্ত ছাত্রলীগে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৯০-১৯৯৫, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০০০-২০০৫ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০১৫ থেকে বর্তমানে তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি।
রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ঢাকা প্রবাসী কলাপাড়া উপজেলা সমিতির আশির দশকে প্রতিষ্ঠাকালীন সময় হতে ২০১২ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং কলাপাড়া সমিতি, ঢাকা ( স্থাপিত-২০১৪) এর তিনি প্রতিষ্ঠাতা।
রাজনীতিবিদ এর পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদ, তার পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন এবং ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন।


সাংবাদিকদের সাথে তিনি দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। পটুয়াখালী-৪ আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উন্নয়ন কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং বলেন নির্বাচনের পূর্বে ভবিষ্যতে তার আসনের প্রতিটি ইউনিয়ন, থানা, উপজেলার উন্নয়নের জন্য আলাদা আলাদা ভাবে লক্ষ্য নির্ধারন করে তিনি ’ সমৃদ্ধির অগ্রযাত্রায় কলাপাড়া-রাঙ্গাবালী-মহীপুর’ শিরোনামে নির্বাচনী ইশতেহার-২০১৮ তার স্বপ্নের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তিনি সকল সাংবাদিকদের তার নির্বাচনী ইশতেহার প্রদান করেন। আগামী দিনে এলাকার উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের তাদের লেখনীর মাধ্যমে তার পাশে থাকার জন্য আহ্বান জানান।


পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা এর সভাপতি হাসান আরেফিন বলেন, ’ ভবিষ্যতে এলাকার উন্নয়নের স্বার্থে তার সকল কাজের প্রচার করে সব সময় সাংবাদিকরা তার পাশে থাকবে।’
পিজেএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিজেএফ সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, যুগান্তরের সাবেক ডেপুটি চীফ রিপোর্টার হাসান আরেফিন, সহ-সভাপতি ও বাসসের সিনিয়র রিপোর্টার মোঃ সহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সাপ্তাহিক দীপ্ত প্রত্যয় এর সম্পাদক ও প্রকাশক হরলাল রায় সাগর, দপ্তর সম্পাদক দর্পণ প্রতিদিন এর যুগ্ম বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার, নির্বাহী সদস্য আমাদের অর্থনীতি এর স্টাফ রিপোর্টার সুুশান্ত সাহা প্রমুখ।