দর্পণ ডেস্ক : পাকিস্তান আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করেন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।