দর্পণ ডেস্ক : সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের জয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী ।

আজ বুধবার সকালে টেলিফোন করে তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী ও বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করায় ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

সোনিয়া গান্ধী অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফল গত ৩১ ডিসেম্বর ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ২৫৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা পায় বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা)। আর দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পায় জাতীয় পার্টি (লাঙল)। এছাড়া বিএনপি ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরীকত ফেডারেশন ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসন পান।