দর্পন ডেস্ক : সকল বাধা অগ্রাহ্য করে দুই মহিলা সবরীমালা মন্দিরে প্রবেশ করেন। নতুন বছরের দ্বিতীয় দিনে ভারতের সবরীমালা মন্দিরে একপ্রকার ইতিহাস গড়লেন এই দুই মহিলা। একজনের নাম বিন্দু আরেক জন কণকদুর্গা।ওই দুই মহিলা কেরলের বাসিন্দা।তবে পুলিশের সাহায্যেই তারা মন্দিরে প্রবেশ করেছে বলে জানা যায়।
দেশটির পুলিশ জানায়, বুধবার ভোরে ৫০ অনূর্ধ্ব দুই মহিলা সবরীমালা মন্দিরে প্রবেশ করেন।

ভারতের সরবীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল দীর্ঘ শত বছর ধরেই। নারীদের মাসিককালীন এই বয়স বলে দেশটির বিভিন্ন উগ্র হিন্দুগোষ্ঠীর মুখে নিষেধাজ্ঞা ছিল মহিলাদের ওপর।

তবে দেশটির আদালত তিন মাস আগে এক রায়ে বলেন, সব বয়সী নারীরা ওই মন্দিরে প্রবেশ করতে পারবেন

কিন্তু আদালতে রায়ের পরও মহিলারা ওই মন্দিরে প্রবেশ করতে পারতেন না। দেশটির বিভিন্ন উগ্র ধর্মীয়গোষ্ঠীর আবারও বাধার কারণ হয়ে দাঁড়ায়।

তাই ওই দুই মহিলার ওই মন্দিরে প্রবেশ ঐতিহাসিক বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।