দর্পণ ডেস্ক : সন্ধ্যার সময় গোয়ালঘরে গাভী তুলতে গিয়ে গরুর শিঙের গুতোয় গৃহবধূ নাসিমা খাতুন (৪২) নিহত হয়েছেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সুবলপুর গ্রামের দাউদ হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী নাসিমা খাতুন তার গাভিটি গোয়ালঘরে তুলছিলেন। এ সময় আকস্মিকভাবে গাভীটি তার শিং দিয়ে নাসিমা খাতুনের বুকে গুতো মারে। এতে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
আহত নাসিমা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।