দর্পণ ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গালার মাঠে পানক্ষেত পাহারা দিতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন এক পানচাষি।
খবর পেয়ে বলিয়ারপুর ক্যাম্পের পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত পানচাষি মিনারুল ইসলাম (৩৫) ওই গ্রামের খাকছার আলীর বড় ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজের পর পানচাষি মিনারুল ইসলাম নিজ পানক্ষেত পাহারা দিতে যান। এদিন পানক্ষেতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিতে থাকেন।

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পান চুরি করতে ব্যর্থ হয়ে পান চোরের দল ক্ষিপ্ত হয়ে পানচাষি মিনারুলকে হত্যা করে পালিয়ে যায়।